+88 01886-071111 | Available from 9AM - 10PM
ববলিনের সমস্যা ও সমাধানঃ ববলিন দূর করার উপায় কী?
কাপড়ে ববলিন বা গুটি ওঠার সমস্যা ও সমাধান

ববলিনের সমস্যা ও সমাধানঃ ববলিন দূর করার উপায় কী?

বিছানা চাদর ক্রয়ের ক্ষেত্রে প্রায়ই ক্রেতারা জিজ্ঞেস করে থাকেন “কাপড় থেকে ববলিন উঠবে না তো?” কিন্তু একটি ভালো মানের বিছানা চাদর থেকে আসলেই কি ববলিন বা গুটি ওঠার কথা? সেটা জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ববলিন বা গুটি কেনো তৈরি হয়। কাপড়ে ববলিন উঠেছে মানে এটা একটা ত্রুটিপূর্ন কাপড়।

ববলিন কিভাবে তৈরি হয়?

মূলত ববলিন কাপড় ধোয়া ও ব্যবহারের ফলে তৈরি হয়। আর ঘর্ষণের ফলে গুটিগুলো গোল বান্ডিলে পরিণত হয়ে কাপড়ের উপরিভাগে লেগে থাকে। ববলিন সৃষ্টির প্রকৃয়া ফাজ (মিহি গুড়া) তৈরি, জট পাকানো, বৃদ্ধি এবং ক্ষয় এই চার স্তরে ভাগ করা হয়। বিছানা চাঁদরের যে অংশে বেশি ঘর্ষণ লাগে সেখানেই ববলিন তৈরি হয়।

ববলিন কেনো সৃষ্টি হয়?

পোশাক বা কাপড় শিল্পে ‘ববলিন’ বা ‘পিল’ বা গুটি হলো কাপড়ের উপর সুতার তৈরি ছোট গোলাকৃতির বল। আবার ‘ববলিন’ বলতে গুটি বা গোলাকৃতির বল তৈরির প্রক্রিয়াকেও বোঝানো হয়। সাধারণত কাপড় ধোয়া ও পরা এই দুটি কারণের ফলে ববলিনে সৃষ্টি হয়। আর ঘর্ষণের ফলে গুটিগুলো গোল বান্ডিলে পরিণত হয়ে কাপড়ের উপরিভাগে লেগে থাকে। আর ববলিন তৈরীর একটা বড় কারণ হলো টেকনিক্যাল ফল্ট মানে কাপড় বা ফেব্রিক তৈরীতে সকল র-মেট্রিয়াল বা কাঁচামাল গুলো এ্যাডজাস্ট না হওয়া। এটা বেশীরভাগ ক্ষেত্রে পলিস্টার ফেব্রিক্স (Polyester) এবং CVC fabrics এর ক্ষেত্রে হয়ে থাকে এর প্রধান একটা কারণ হলো সুতায় সিলিকনের ব্যবহার না করা অথবা CVC (Chief value of cotton) এর ক্ষেত্রে (20% cotton thread) ২০ ভাগ সুতি সুতায় সঠিকভাবে সিলিকন ব্যবহার না করা।

আমাদের এ্যালোরা বেডশিট গুলো শতভাগ কটন ফেব্রিক্স এর হয়ে থাকে। তাই কাপড়ে ববলিন বা গুটি উঠার কোনো ভয় থাকেনা। ববলিন বা গুটি প্রতিরোধে কাপড় শিল্পে ব্যবহৃত জনপ্রিয় কৌশলগুলোর একটি হচ্ছে ‘সিনজিং’, যেখানে কাপড়ের উপরে ঢিল হয়ে থাকা সূতাগুলোকে বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হয়। অন্য আরেকটি কৌশল হলো- ‘স্পিনিং’, যা কাপড়ের প্রতি ইঞ্চিতে সর্বোচ্চ সংখ্যক সুতা বোঁনা হয়, যেটি কাপড়ের কটন থ্রেড হিসেবে বিবেচিত। আবার ববলিন তৈরির প্রবণতা হ্রাস করতে অনেক সময় উৎপাদন প্রক্রিয়ায় রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। আবার কখনো কাপড়ে ফাজ (মিহি গুড়া) তৈরি প্রতিরোধ করতে পলিমারিক কোটিং (আস্তরণ) দেয়া হয়। পোশাক-শিল্পে ববলিন ৫টি প্যারামিটারে মূল্যায়ন করা হয়- ববলিনের সংখ্যা, ববলিন তৈরির সাধারণ অঞ্চল, সর্বমোট অঞ্চল, পার্থক্য এবং ঘনত্ব।

ববলিন বা গুটি দূর করার উপায় কি? 

ছবিঃ সেইভিং রেজারের মাধ্যমে ববলিন বা গুটি দূরকরণ

আসলে ববলিন বা গুটি দূর করার কোন উপায় নেই। কাপড়ে ববলিন উঠেছে মানে এটা একটা ত্রুটিপূর্ন কাপড়। কাপড় প্রস্তুত করার সময়ই ববলিন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হয়। আপনি যদি ববলিন ধরে টান দেন তবে কাপড়টা ফোটো হয়ে যাবে। অনেকেই ড্রাই ওয়াশ বা ষ্টিম আয়রন করে ববলিন থেকে রেহাই পাবার চেষ্টা করে থাকেন। তবে সেইভিং রেজার দিয়ে উল্টা দিকে টেনে সহজেই দূর যায় ববলিন! উপরের ছবিতে দেখানো এই একটা পদ্ধতিই কার্যকর কিন্তু তবে শতভাগ নয়। যদি আপনার কাপড়ে ববলিন উঠেই থাকে তাহলে উপরে দেখানো পদ্ধতিটি চেষ্টা করে দেখতে পারেন।

Nazrul Islam Munna

𝗔𝘂𝘁𝗵𝗼𝗿 𝗜𝗻𝗳𝗼𝗿𝗺𝗮𝘁𝗶𝗼𝗻: Hello, I am Nazrul Islam Munna, having 5+ years of experience working as a Digital Marketer as well as a Digital Media Buyer & SEO Expert with an excellent reputation for implementing new strategies, audience targeting & enhancing promotional activities.

Leave a Reply

0
Your Cart is empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products
Powered by Caddy
×
×

Cart